০২ এপ্রিল, ২০২৫ || ১৯ চৈত্র, ১৪৩১
ফেনীতে ইসলামী আন্দোলনের জনসভা অনুষ্ঠিত 'দলীয় সরকারের অধীনে নির্বাচন  হবে ধোঁকাবাজি নির্বাচন' -ফেনীতে চরমোনাই পীর
  • Updated Sep 19 2023
  • / 264 Read


নিজস্ব প্রতিনিধি:
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই পীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, দলীয় সরকারের অধিনে নির্বাচন হবে ধোঁকাবাজি নির্বাচন। এ নির্বাচন দেশের মানুষ চায় না। তাই জাতীয় সরকারের অধীনে একটি স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য ইসলামী আন্দোলন কাজ করে যাচ্ছে।
গতকাল সোমবার বিকেলে ফেনীর মিজান ময়দানে ইসলামী আন্দোলন ফেনী জেলা শাখার আয়োজনে ‘প্রধান নির্বাচন কমিশনের পদত্যাগ ও ব্যর্থ নির্বাচন কমিশন বাতিল, সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতির প্রবর্তন, বিদ্যমান রাজনৈতিক সংকট উত্তরণে সংসদ ভেঙে দিয়ে জাতীয় সরকারের অধীনে একটি সুষ্ঠু এবং নিরপেক্ষ জাতীয় নির্বাচনের দাবিতে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

চরমোনাই পীর বলেন,  বাংলাদেশের মানুষ দলীয় সরকারের অধিনে ২০১৪ এবং ২০১৮ সালের নির্বাচন দেখেছে। ওই নির্বাচনে দিনের ভোট রাতেই বাক্স বন্ধি করে রাখা হয়েছে। এ ধরনের বিতর্কিত একটি নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগের সরকার ক্ষমতায় এসেছে। বর্তমান সরকার রাতের ভোটের সরকার। এটি এক প্রকারের অবৈধ সরকার। আজকের এ প্রেক্ষাপটে আবার দলীয় সরকারের অধীনে নির্বাচনের নামে প্রতারণা করে আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে চায়। 

ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা সভাপতি প্রিন্সিপাল মাওলানা নুরুল করিমের সভাপতিত্বে এবং সেক্রেটারী আলহাজ্ব মাওলানা একরামুল হক ভূঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথি ছিলেন, ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, ইসলামী আন্দোলনের মহিলা বিষয়ক সম্পাদক মাওলানা মুহাম্মদ নেছার উদ্দিন, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আলহাজ্ব জান্নাতুল ইসলাম, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মাওলানা খলিলুর রহমান, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি শরিফুল ইসলাম রিয়াদ।
জনসভায় বক্তব্য রাখেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় সদস্য মাওলানা ফরিদ উদ্দিন আল মোবারক, জেলা আন্দোলনের উপদেষ্টা মাওলানা নুরুল করিম বেলালী, মাওলানা কাজী গোলাম কিবরিয়া, মাওলানা মীর আহমদ মীরু প্রমুখ। 

Tags :

Share News

Copy Link

Comments *